news ব্রেকিং নিউজ
clock
সোনারগাঁয়ে জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটতরাজ।। আহত-৭

সোনারগাঁয়ে জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটতরাজ।। আহত-৭

সোনারগাঁয়ে জমির বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটতরাজ।। আহত-৭

সোনারগাঁ প্রতিদিন:- সোনারগাঁয়ে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে হামলা, ভাংচুর ও লুটতরাজ তান্ডব চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় সন্ত্রাসীদের রামদায়ের কোপে আমির হোসেন (৫০), তাওলাদ হোসন (৩৫), বিলকিস (৪০), রোজিনা (৩০), বীথি (২৫), সুফিয়া (৬০)সহ ৭ জন আহত হয়েছে।


 আহতদের মধ্যে আমির হোসেন ও তাওলাদ হোসেনকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী এলাকায় ঘটে এ ঘটনা। 

অভিযোগে জানাগেছে, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত মান্নানের সন্ত্রাসী ছেলে ইব্রাহিম, শাহ আলম, বিল্লাল, আলামিন, মৃত সামাদ মিয়ার ছেলে কামাল হোসেন, মৃত মান্নান মিয়ার ছেলে ইয়াহিয়া এরা সহ পাশের সাদীপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল রশিদ ও শাজাহানের সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে দেশীয় অস্ত্র রামদা, ভল্লম, ছোড়া, লোহার রড ও লাঠি সোডা নিয়ে আমির হোসেন গংদের ঘর-বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় এবং ২টি ঘরে ভাংচুর ও লুটতরাজ তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা এ সময় নগদ টাকা, মোবাইল, স্বর্ণের চেইন সহ আসবাবপত্র লুটে নিয়ে গেছে। 

এ ঘটনার সততা নিশ্চিত করে সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত ইনচার্জ রাশেদুল হাসান খান বলেন, আমির হোসেনের দায়েরকৃত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ তদন্তে আছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

জানাগেছে, আমির হোসেন গংদের সাথে পাশের বাড়ী ইব্রাহিম গংদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ বিরোধীয় জমিতে ইব্রাহিম গংরা জোরপূর্বক দখল নিতে যায়। এ সময় আমির হোসেন গংরা বাঁধা দিলে ইব্রাহিম গংরা ভাড়াটিয়া সন্ত্রাসী এনে এহেন ঘটনা ঘটিয়েছে। 


Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto