news ব্রেকিং নিউজ
clock
সোনারগাঁয়ে গোলজার হোসেনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে গোলজার হোসেনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে গোলজার হোসেনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


সোনারগাঁ প্রতিদিন:- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে গুরুতরভাবে আহত করেছে একদল সন্ত্রাসী।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মদনপুর আড়াইহাজার সড়কের মিরেরটেক এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

জানা গেছে, কলতাপাড়ার কামরুল ইসলাম কামু, ফর্মা মিটু, পিচ্চি সোহেল ও ভূমিদস্যু ইকবালের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শুক্রবারে গোলজার হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের ভাই বশির মিয়া শনিবার (২০ অক্টোবর) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজার হাজার এলাকাবাসী সমবেত হন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্যে অতিষ্ঠ। গোলজার হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

স্থানীয় জনসাধারণ জানান, এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto