news ব্রেকিং নিউজ
clock
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজির মহোৎসব - সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজির মহোৎসব - সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি ও দখলবাজির মহোৎসব :  আশরাফ প্রধান 


 সোনারগাঁ প্রতিদিন : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি, চোরাই তেল ব্যবসা ও নৌ-পথে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান তিনি বলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও চাঁদাবাজি ও দখলবাজির মহোৎসব চলছে।

 বুধবার (৩০ জুলাই) সকালে মেঘনা নিউ টাউনে তার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।


সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান বলেন, “বিভিন্ন গণমাধ্যমে ২৯ জুলাই ‘সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ খবরের প্রতিবাদ জানাতে আমি এই সংবাদ সম্মেলন ডেকেছি।”


তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি, চোরাই তেল ব্যবসা, নৌপথে চাঁদাবাজি এবং শিল্পকারখানায় আধিপত্য বিস্তার করে অর্থ আত্মসাতের ঘটনায় বিএনপির প্রভাবশালী একটি মহল জড়িত। বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বাধীন একটি চক্র দীর্ঘদিন ধরে এসব অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের সঙ্গে হাত মিলিয়ে নৌপথে চাঁদাবাজি এবং ডাকাতির সঙ্গে জড়িত। গত কয়েকদিনে ৬ জন নৌচাঁদাবাজ পুলিশের হাতে আটক হয়েছে, আরও ৩ জন ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। এসব ঘটনা প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতেও রয়েছে।”


আশরাফ প্রধান অভিযোগ করে বলেন, “মেঘনা শিল্পনগরীতে অবস্থিত অন্তত ৩৮টি মিল-কারখানায় এই চক্র চাঁদাবাজি করছে। মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের ওপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। রফিকুল ইসলাম বিডিয়ার হুলসিম, জয়নাল মেম্বার ক্যামিকেল মিল, তমিজউদ্দিন একটি কারখানা দখল করেছেন। আমরাও স্বীকার করছি—আমি ও আমার ভাই মাত্র তিনটি কারখানার দেখভাল করি, তবে কোনো চাঁদাবাজি নয়।”


তিনি আরও বলেন, “আজহারুল ইসলাম মান্নানের ভাই আলআমি ও মাসুদ চোরাই তেলের ব্যবসা এবং ফুটপাত থেকে প্রতিদিন চাঁদা আদায় করে। তার ছেলে সজিব নৌপথের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এই অপকর্মের শিকার হয়েছেন ঠিকাদার নজরুল ও শরীফ কন্টাক্টর।”


আশরাফ প্রধান বলেন, “আমি ৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্রদল হয়ে এখন যুবদলে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি—আমার বিরুদ্ধে আনা একটি অভিযোগও যদি কেউ প্রমাণ করতে পারে, তবে আমি দায় স্বীকার করে মাথা পেতে নেব।”


তিনি এসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto