news ব্রেকিং নিউজ
clock
জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল

জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল

জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল 


 সোনারগাঁ প্রতিদিন:-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও  নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন,  ফ্যাসিস্টদের সকল অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতি নির্বাচনের পূর্বে জনগণের আকাঙ্খা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সাধণ করতে হবে। 


 ০৫ আগস্ট মঙ্গলবার বিকেলে 

 বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।


 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা শাখার সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় ঢাকা সিলেট মহা সড়কের নিউ ঢাকা প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া, জেলার সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, নারায়ণগঞ্জ -২ (রূপগঞ্জ)  আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, এড ইসরাফিল হোসাইন, আবদুল মান্নান, ছাত্র নেতা আকরাম হোসাইন প্রমূখ। 


সভাপতির বক্তব্যে মমিনুল হক সরকার আরো বলেন, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে যে নিষ্ঠুর শাসন এবং দমন পীড়ন চালিয়েছে তা ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায়। তারা জামায়াতের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করার মাধ্যমে মনে করেছিলো ইসলামী আন্দোলনকে চিরতরে শেষ করে দিবে, কিন্তু আমাদের নেতাদের হত্যা করে হাসিনা তার পতনকেই তরান্বিত করেছে। যার কারণে তাকে ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে ষেতে হয়েছে।  


ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ দক্ষ যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জনতা আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করবে। 


মুহাম্মদ হাফিজুর রহমান বলেন,  আওয়ামীলীগ একটি রক্ত পিপাসু খুনী সংগঠন।  তারা লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে ক্ষমতায় আসার পর জামায়াতে ইসলামীর এগারো জন শীর্ষ নেতাকে জুডিশিয়াল ক্যুর মাধ্যমে হত্যা করে। 

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto