নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ’র মনোনয়নপত্র জমা
নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ’র মনোনয়নপত্র জমা
সোনারগা প্রতিদিন :- নারায়ণগঞ্জ-৩ আসনে সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ’র মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সাথে দলের জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় গোলাম মসীহ বর্তমান সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। তিনি বলেন, “নির্বাচন ও ভোট নিয়ে বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা আর দেশের জনগণ দেখতে চায় না। নাগরিক হিসেবে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা চাই একটি পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনের পরিবেশ সকলের জন্য সমান বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় গোলাম মসীহ’র সাথে উপস্থিত ছিলেন, মাওলানা দ্বীন ইসলাম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা। ফারুক আহমাদ মুন্সী,এসিস্টেন্ট সেক্রেটারি, নারায়ণগঞ্জ জেলা। মাওলানা ছানাউল্লাহ নূরী। মাওলানা আবুল কালাম আজাদী, মুহাম্মদ ইয়াসিন, হাফেজ সাইফুল ইসলাম, মুহা, সহিদুল ইসলাম, মুহা, খলিলুর রহমান, মাও, মুজাম্মেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।