রিডফোর্ড ফাউন্ডেশনের সমাজকল্যাণ তহবিলে ফান্ড সংগ্রহে শিল্পপতিদের মানবিক দৃষ্টির আহ্বান- শায়খ নুমান রিডার
রিডফোর্ড ফাউন্ডেশনের সমাজকল্যাণ তহবিলে ফান্ড সংগ্রহে শিল্পপতিদের মানবিক দৃষ্টির আহ্বান- শায়খ নুমান রিডার
সোনারগাঁ প্রতিদিন :- সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে রিডফোর্ড ফাউন্ডেশনের সমাজকল্যাণ তহবিলে অর্থসহায়তার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজচিন্তক শায়খ মু. নুমান রিডার।
তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার অনুরোধ জানান। সম্প্রতি আয়োজিত এক সভায় তিনি বলেন, “শুধু সরকারের একক উদ্যোগে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। শিল্পপতি ও উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই মানবকল্যাণে বিনিয়োগ বাড়াতে হবে। রিডফোর্ড ফাউন্ডেশন এমন একটি স্বচ্ছ ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে সহায়তা সরাসরি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে।”
তিনি আরও উল্লেখ করেন, রিডফোর্ড ফাউন্ডেশনের সমাজকল্যাণ তহবিলের আওতায় শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, এতিম ও অসহায় শিশুদের সহায়তা, নারীর ক্ষমতায়ন এবং দুর্যোগকালীন পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে শিল্পপতিদের আর্থিক সহায়তা ও অভিজ্ঞ দিকনির্দেশনা অত্যন্ত প্রয়োজন।
এসময় শায়খ নুমান রিডার বলেন, বর্তমান সময়ে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মানবিক অবদানই একজন শিল্পপতির প্রকৃত পরিচয় তুলে ধরে। তাঁর ভাষায়, “যে শিল্প ও বাণিজ্য মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে, সেই শিল্প যদি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ভূমিকা রাখে, তবে সমাজে ন্যায়বোধ ও ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।”
রিডফোর্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়— সংগৃহীত তহবিলের প্রতিটি খাত সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হয়। নিয়মিত অডিট, প্রকল্পভিত্তিক ব্যয় প্রতিবেদন এবং ফলাফল মূল্যায়নের মাধ্যমে দাতাদের আস্থা নিশ্চিত করা হয়, যাতে তারা নিশ্চিন্তে সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে পারেন।
সভায় উপস্থিত একাধিক ব্যবসায়ী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। সমাপনী বক্তব্যে রিডফোর্ড ফাউন্ডেশন এর চেয়ারম্যান শায়খ মু. নুমান রিডার বলেন, টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য সামাজিক উন্নয়ন অপরিহার্য, আর এ ধরনের উদ্যোগই সমাজ ও অর্থনীতির মাঝে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। তিনি বলেন, “আজকের সহায়তাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে। আসুন, আমরা সবাই মানবিকতার পাশে দাঁড়াই।”
রিডফোর্ড ফাউন্ডেশনের এই উদ্যোগ ইতোমধ্যেই সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।