সোনারগাঁও পিরোজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০
সোনারগাঁ প্রতিদিন :- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাসের যাত্রী ও ট্রাকের শ্রমিকসহ আহত হয়েছেন ১০ জন।
৩ জানুয়ারী (শনিবার) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা তিসা পরিবহন নামে একটি দ্রুতগামী বাস পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা যাত্রী এবং ট্রাকে কর্মরত দুই শ্রমিকসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সংঘর্ষের ফলে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন সরিয়ে নিলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিসা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ মহাসড়কে নিরাপত্তা তদারকি জোরদার করেছে।