কারখানার বর্জ্য ও বিষাক্ত পানি ব্রহ্মপুত্র নদী দূষিত করছে - মুজাহিদ মল্লিক
সোনারগাঁ প্রতিদিন:- কারখানার বর্জ্য একটি নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থায় সেন্ট্রাল ইটিপির মাধ্যমে পরিশোধন করলেই নদীর পানি রক্ষা পাবে। বহুজাতিক কোম্পানির কারখানার বর্জ্য ও বিষাক্ত পানি ব্রহ্মপুত্র নদীতে ফেলার কারনে প্রতিনিয়ত নদীর পানি দূষিত হয়ে দেশি প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। বিষাক্ত নদীর পানি ব্যবহারের কারণে মানুষের মাঝে দেখা দিচ্ছে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি। সরকারের কোটি টাকা দিয়ে নদী খনন করা হলেও নদের পানি কোনো কাজে আসছে না।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদী দূষণ বন্ধে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি'র এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন।
১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন মাঝেরচর বাসস্যান্ডে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রহ্মপত্র নদীতে বর্জ্য ফেলার প্রতিবাদে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দূষণকারীরা অর্থবিত্তশালী হওয়ায় প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসিঁ আরো বলেন, দূষণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদী দূষণ রোধে সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসলেই দূষণ রোধ করা সম্ভব হবে বলে মনে করেন এলাকাবাসী।