news ব্রেকিং নিউজ
clock
সোনারগাঁয়ে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে  মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


 

সোনারগাঁ প্রতিদিন:- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে  মীরেরবাগ এলাকায় সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম।


সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, গত ৮ আগস্ট শুক্রবার সন্ধ্যার পর ফুটবল খেলাকে কেন্দ্র করে জামপুর পশ্চিম পাড়ার শ্রমিকদল নেতা হান্নানের ছেলে মেহেদীর নেতৃত্বে কয়েকজন মীরেরবাগের যুবকদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে নাহিদ, আ. সাত্তার, আরাফাতসহ কয়েকজন আহত হন। এর মধ্যে নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


তিনি জানান, ঘটনার সময় তিনি উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন, পরে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে এএসআই ফরমান আলীর সঙ্গে দেখা হলে ঘটনাটি তাকে জানান। পরে হান্নানের দোকানে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে কেউ তার ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যেখানে দাবি করা হয় তিনি লুটপাট করতে গিয়ে ধরা পড়েছেন এবং পুলিশ তাকে উদ্ধার করেছে।


আব্দুর রহিম অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও তাকে হেয় প্রতিপন্ন করার জন্য হান্নান ও তার সহযোগীরা এ অপপ্রচার চালিয়েছে। এমনকি এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সোনারগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নামও জড়িয়ে দেওয়া হয়েছে।


তিনি এই নিন্দনীয় মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে হামলার মূল হোতা মেহেদী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto