সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারলে আত্মতৃপ্তি পাই - মুজাহিদ মল্লিক
সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারলে আত্মতৃপ্তি পাই - মুজাহিদ মল্লিক
সোনারগাঁ প্রতিদিন:- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মন্ডল সহকারী প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাস্তা উদ্বোধনের সময় আল মুজাহিদ মল্লিক বলেন আমি ছোটবেলা থেকেই সামাজিক বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার চেষ্টা করে থাকি ,সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারলে আত্মতৃপ্তি পাই।
এলাকাবাসী বলেন, দীর্ঘদিন যাবত এই রাস্তাটি সংস্কারের অভাবে এলাকাবাসীসহ স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য চরম ভোগান্তি পড়েছে।
এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক এর নিজস্ব অর্থায়নে রাস্তার কাজে শুভ উদ্বোধন করেন। শুধু তাই নয়, তিনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ,সেবামূলক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আর্থিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।