বন্দরের মদনপুরে বিএনপির উদ্যোগে বিজয়ের র্যালি ও আলোচনা সভা
সোনারগাঁ প্রতিদিন:- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ধামগড়, মদনপুর ও মুছাপুর ইউনিয়ন এবং নাসিক ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
(৯ আগস্ট) শনিবার বিকেলে বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডের হাজী আব্দুল হক সুপার মার্কেটের সম্মুখ থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা দিয়ে প্রদক্ষিণ করে মদনপুর ব্রীজের নীচ দিয়ে ঘুরে পুনরায় উক্ত মার্কেটের সম্মুখে এসে শেষ হয়। এসময় জুলাই আন্দোলনের সকল শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা সম্পন্ন শেষে উপস্থিত সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচিতে হাজী আব্দুল হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন প্রধানের সভাপতিত্বে ও ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাবিল হোসেন, সাধারণ সম্পাদক অহিদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স রুবেল মিয়া, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাওসার হামিদ খান, মদনপুর ইউপি'র সাবেক মেম্বার ইব্রাহিম মিয়া, মহিলা মেম্বার মাজেদা বেগম, সাবেক মহিলা মেম্বার সাহেরা বানু, ধামগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইয়াকুব আলী মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগরের ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির বুলবুল, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খোকন প্রধান, বিএনপি নেত্রী মুন্নী আক্তার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।