news ব্রেকিং নিউজ
clock
সোনারগাঁয়ে ২ হাজার ৫০০ পিছ ইয়াবা  উদ্ধার,  নারীসহ  আটক -৩

সোনারগাঁয়ে ২ হাজার ৫০০ পিছ ইয়াবা উদ্ধার, নারীসহ আটক -৩

সোনারগাঁয়ে ২ হাজার ৫০০ পিছ ইয়াবা  উদ্ধার,  নারীসহ  আটক -৩ 



সোনারগাঁ প্রতিদিন :- সোনারগাঁয়ে ২ হাজার ৫০০ পিছ ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে  নারীসহ ৩  ইয়াবা ব্যবসায়ী আটক ।


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


শুক্রবার (২ জানুয়ারি) বিশেষ এক অভিযানে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিদের মধ্যে দুজন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। আটককৃতরা হলেন, টেকনাফ থানার নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার জহুরা বেগম (৩৫) ও তাছিয়া নুর (১৯), অপর আটক ব্যক্তি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাঠেরপুল মঠপাড়া এলাকার মো. বিপুল হোসেন (৩৭)।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের একটি পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয় এবং এর আরোহী তিন জনকে আটক করা হয়।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিল।


এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

সম্পর্কিত সংবাদ

Follow US

VOTE FOR CHAMPION

Top Categories

Recent Comment

  • user by admin

    Thank You

    quoto
  • user by Rohan

    Nice Article Brother

    quoto
  • user by Anonymous

    Nice blog

    quoto