নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রার্থী ঘোষণা করেন (পীর সাহেব) চরমোনাই
আকতার হোসেন:-ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা থেকে পাঁচটি আসনের হাতপাখার প্রার্থীর নাম ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।
নারায়ণগঞ্জ -১( রূপগঞ্জ) আসনে মুফতি ইমদাদুল্লা হাশেমী,
নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার ) আসনে
মুফতি হাবিবুল্লাহ (হাবিব),
নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ - সিদ্ধিরগঞ্জ) আসনে ফারুক আহমাদ মুন্সি,
নারায়ণগঞ্জ -৪ (ফতুল্লা) আসনে মুফতি সিরাজুল ইসলাম (সিরাজী),
নারায়ণগঞ্জ-৫ (মহানগর) থেকে মুফতি মাসুম বিল্লাহ ।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) নারায়ণগঞ্জ উপজেলার ফতুল্লা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি নারায়ণগঞ্জ জেলা ও ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ৫ টি আসনের প্রার্থীর হাতে হাতপাখা তুলে দিয়ে সকলের নিকট তাদের জন্য দোয়া ও হাতপাখামার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব) চরমোনাই।
এসময় মুফতি রেজাউল করিম (পীর সাহেব)
চরমোনাই বলেন, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রাজনীতি করি, ক্ষমতার লোভে রাজনীতি করি না। যদি ক্ষমতায় লোভ থাকতো তাহলে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আমাদেরকে যে অফার দিয়েছে সেটা আমরাই জানি। কিন্তু আমরা মাওলা পাকের হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি।