সোনারগাঁও কাঁচপুরে ইসলামী আন্দোলনের গণসংযোগ
আকতার হোসেন:- ইসলামী আন্দোলন বাংলাদেশ কাচপুর ইউনিয়নের উদ্যোগে আসন্ন ত্রায়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়া মহল্লায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক আহমেদ মুন্সি বলেন
আমরা কাজ করি আল্লাহর জন্য, আমাদের উদ্দেশ্য রেজায়ে মাওলা, আমরা গতানুগতিক অন্য কোন দলের মতো না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য কাজ করে থাকি ,আমরা রাজনীতি করি এবাদত মনে করে এজন্য আমরা প্রতিটি মানুষের কাছে আমাদের হাতপাখার দাওয়াত পৌঁছে দিচ্ছি । ইসলামী আন্দোলন মারামারি কাটাকাটি, টেন্ডারবাজি, অবৈধ দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি, ক্ষমতা অপব্যবহারের জন্য রাজনীতি করে না।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খান, থানা মুজাহিদ কমিটির নায়েবে সদর হাজী মাইনুদ্দিন, কাজপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল মালেক শেখ, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, থানা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল আজিজ,
শ্রমিক আন্দোলন ইউনিয়ন সভাপতি আব্দুল্লাহ মাসুদ, সেক্রেটারি বাদশা মিয়া, যুব আন্দোলনের ইউনিয়ন সভাপতি সোহরাব হোসেন, সেক্রেটারি তাজুল ইসলাম, ছাত্র আন্দোলন ইউনিয়ন সভাপতি মাওলানা মাসুদসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ