সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার ফলাফলে ১ম বছরেই সোনারগাঁয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে অত্র শিক্ষা প্রতিষ্ঠান। সোনারগাঁও উপজেলা ১ম স্থান অর্জন করে।
সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য অর্জনে আনন্দ মিছিল
আকতার হোসেন:- নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়ন নয়াপুর এলাকায় অবস্থিত সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার ফলাফলে ১ম বছরেই সোনারগাঁয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে অত্র শিক্ষা প্রতিষ্ঠান।
সোনারগাঁও উপজেলা ১ম স্থান অর্জন করে। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ শিক্ষার্থীদের নিয়ে আনন্দ মিছিল করেন।
জানা যায় এ বছরের এসএসসি পরীক্ষায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৩টি জিপিএ-৫ (এ+) সহ শতভাগ পরীক্ষার্থী পাশের কৃতিত্ব অর্জন করেছে। যেখানে অবশিষ্ট ২২ জন পরীক্ষার্থী এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁও কোয়ালিটি স্কুল এন্ড কলেজের সভাপতি, ওয়ালটন ইলেক্ট্রনিক্স এবং হারল্যান নিউ ইয়র্ক কসমেটিক্সের ডিস্ট্রিবিউটর নাসির উদ্দিন আহমেদ জানান, ‘অত্র অঞ্চলে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, যেখানে ভালো লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা সুশৃঙ্খল মানসিকতা অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হবে সর্বোপরি তারা একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠবে, সেই প্রয়াস থেকেই আমরা অত্র স্কুল প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ তারা কাঙ্খিত ও প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে। সেজন্য সকলকে অভিনন্দন। আগামী দিনে যারা পরীক্ষা দিবে তারা আরো ভালো করবে বলে আমাদের প্রত্যাশা।